[4:27]

আল্লাহ তোমাদের প্রতি ক্ষমাশীল হতে চান, এবং যারা কামনা-বাসনার অনুসারী, তারা চায় যে, তোমরা পথ থেকে অনেক দূরে বিচ্যুত হয়ে পড়

[4:28]

আল্লাহ তোমাদের বোঝা হালকা করতে চানমানুষ দুর্বল সৃজিত হয়েছে

[4:29]

হে ঈমানদারগণ! তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো নাকেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধআর তোমরা নিজেদের কাউকে হত্যা করো নানিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়ালু

[4:30]

আর যে কেউ সীমালঙ্ঘন কিংবা জুলুমের বশবর্তী হয়ে এরূপ করবে, তাকে খুব শীঘ্রই আগুনে নিক্ষেপ করা হবেএটা আল্লাহর পক্ষে খুবই সহজসাধ্য

[4:31]

যেগুলো সম্পর্কে তোমাদের নিষেধ করা হয়েছে যদি তোমরা সেসব বড় গোনাহ গুলো থেকে বেঁচে থাকতে পারতবে আমি তোমাদের ক্রটি-বিচ্যুতিগুলো ক্ষমা করে দেব এবং সম্মান জনক স্থানে তোমাদের প্রবেশ করার

[4:32]

আর তোমরা আকাঙ্ক্ষা করো না এমন সব বিষয়ে যাতে আল্লাহ তাআলা তোমাদের একের উপর অপরের শ্রেষ্ঠত্ব দান করেছেনপুরুষ যা অর্জন করে সেটা তার অংশ এবং নারী যা অর্জন করে সেটা তার অংশআর আল্লাহর কাছে তাঁর অনুগ্রহ প্রার্থনা করনিঃসন্দেহে আল্লাহ তাআলা সর্ব বিষয়ে জ্ঞাত

[4:33]

পিতা-মাতা এবং নিকটাত্নীয়গণ যা ত্যাগ করে যান সেসবের জন্যই আমি উত্তরাধিকারী নির্ধারণ করে দিয়েছিআর যাদের সাথে তোমরা অঙ্গীকারাবদ্ধ হয়েছ তাদের প্রাপ্য দিয়ে দাওআল্লাহ তাআলা নিঃসন্দেহে সব কিছুই প্রত্যক্ষ করেন