Al-Ikhlâs

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু

[112:1]

বলুন, তিনি আল্লাহ, এক,

[112:2]

আল্লাহ অমুখাপেক্ষী,

[112:3]

তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি

[112:4]

এবং তার সমতুল্য কেউ নেই

 

Al-Falaq

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু

[113:1]

বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার,

[113:2]

তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট থেকে,

[113:3]

অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে, যখন তা সমাগত হয়,

[113:4]

গ্রন্থিতে ফুঁৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেক

[113:5]

এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে

 

An-Nâs

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু

[114:1]

বলুন, আমি আশ্রয় গ্রহণ করিতেছি মানুষের পালনকর্তার,

[114:2]

মানুষের অধিপতির,

[114:3]

মানুষের মাবুদের

[114:4]

তার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় ও আত্নগোপন করে,

[114:5]

যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে

[114:6]

জ্বিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে