[92:15]

এতে নিতান্ত হতভাগ্য ব্যক্তিই প্রবেশ করবে,

[92:16]

যে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়

[92:17]

এ থেকে দূরে রাখা হবে খোদাভীরু ব্যক্তিকে,

[92:18]

যে আত্নশুদ্ধির জন্যে তার ধন-সম্পদ দান করে

[92:19]

এবং তার উপর কারও কোন প্রতিদানযোগ্য অনুগ্রহ থাকে না

[92:20]

তার মহান পালনকর্তার সন্তুষ্টি অন্বেষণ ব্যতীত

[92:21]

সে সত্বরই সন্তুষ্টি লাভ করবে

 

Ad-Dhuhâ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু

[93:1]

শপথ পূর্বাহ্নের,

[93:2]

শপথ রাত্রির যখন তা গভীর হয়,

[93:3]

আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেনি এবং আপনার প্রতি বিরূপও হননি

[93:4]

আপনার জন্যে পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়

[93:5]

আপনার পালনকর্তা সত্বরই আপনাকে দান করবেন, অতঃপর আপনি সন্তুষ্ট হবেন

[93:6]

তিনি কি আপনাকে এতীমরূপে পাননি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন

[93:7]

তিনি আপনাকে পেয়েছেন পথহারা, অতঃপর পথপ্রদর্শন করেছেন

[93:8]

তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব, অতঃপর অভাবমুক্ত করেছেন

[93:9]

সুতরাং আপনি এতীমের প্রতি কঠোর হবেন না;

[93:10]

সওয়ালকারীকে ধমক দেবেন না

[93:11]

এবং আপনার পালনকর্তার নেয়ামতের কথা প্রকাশ করুন

 

Al-Sharh

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু

[94:1]

আমি কি আপনার বক্ষ উম্মুক্ত করে দেইনি?

[94:2]

আমি লাঘব করেছি আপনার বোঝা,

[94:3]

যা ছিল আপনার জন্যে অতিশয় দুঃসহ

[94:4]

আমি আপনার আলোচনাকে সমুচ্চ করেছি

[94:5]

নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে

[94:6]

নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে

[94:7]

অতএব, যখন অবসর পান পরিশ্রম করুন

[94:8]

এবং আপনার পালনকর্তার প্রতি মনোনিবেশ করুন