[83:7]

এটা কিছুতেই উচিত নয়, নিশ্চয় পাপাচারীদের আমলনামা সিজ্জীনে আছে

[83:8]

আপনি জানেন, সিজ্জীন কি?

[83:9]

এটা লিপিবদ্ধ খাতা

[83:10]

সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের,

[83:11]

যারা প্রতিফল দিবসকে মিথ্যারোপ করে

[83:12]

প্রত্যেক সীমালংঘনকারী পাপিষ্ঠই কেবল একে মিথ্যারোপ করে

[83:13]

তার কাছে আমার আয়াতসমূহ পাঠ করা হলে সে বলে, পুরাকালের উপকথা

[83:14]

কখনও না, বরং তারা যা করে, তাই তাদের হৃদয় মরিচা ধরিয়ে দিয়েছে

[83:15]

কখনও না, তারা সেদিন তাদের পালনকর্তার থেকে পর্দার অন্তরালে থাকবে

[83:16]

অতঃপর তারা জাহান্নামে প্রবেশ করবে

[83:17]

এরপর বলা হবে, একেই তো তোমরা মিথ্যারোপ করতে

[83:18]

কখনও না, নিশ্চয় সৎলোকদের আমলনামা আছে ইল্লিয়্যীনে

[83:19]

আপনি জানেন ইল্লিয়্যীন কি?

[83:20]

এটা লিপিবদ্ধ খাতা

[83:21]

আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাগণ একে প্রত্যক্ষ করে

[83:22]

নিশ্চয় সৎলোকগণ থাকবে পরম আরামে,

[83:23]

সিংহাসনে বসে অবলোকন করবে

[83:24]

আপনি তাদের মুখমন্ডলে স্বাচ্ছন্দ্যের সজীবতা দেখতে পাবেন

[83:25]

তাদেরকে মোহর করা বিশুদ্ধ পানীয় পান করানো হবে

[83:26]

তার মোহর হবে কস্তুরীএ বিষয়ে প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত

[83:27]

তার মিশ্রণ হবে তসনীমের পানি

[83:28]

এটা একটা ঝরণা, যার পানি পান করবে নৈকট্যশীলগণ

[83:29]

যারা অপরাধী, তারা বিশ্বাসীদেরকে উপহাস করত

[83:30]

এবং তারা যখন তাদের কাছ দিয়ে গমন করত তখন পরস্পরে চোখ টিপে ইশারা করত

[83:31]

তারা যখন তাদের পরিবার-পরিজনের কাছে ফিরত, তখনও হাসাহাসি করে ফিরত

[83:32]

আর যখন তারা বিশ্বাসীদেরকে দেখত, তখন বলত, নিশ্চয় এরা বিভ্রান্ত

[83:33]

অথচ তারা বিশ্বাসীদের তত্ত্বাবধায়করূপে প্রেরিত হয়নি

[83:34]

আজ যারা বিশ্বাসী, তারা কাফেরদেরকে উপহাস করছে