[68:43]

তাদের দৃষ্টি অবনত থাকবে; তারা লাঞ্ছনাগ্রস্ত হবে, অথচ যখন তারা সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ছিল, তখন তাদেরকে সেজদা করতে আহবান জানানো হত

[68:44]

অতএব, যারা এই কালামকে মিথ্যা বলে, তাদেরকে আমার হাতে ছেড়ে দিন, আমি এমন ধীরে ধীরে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাব যে, তারা জানতে পারবে না

[68:45]

আমি তাদেরকে সময় দেইনিশ্চয় আমার কৌশল মজবুত

[68:46]

আপনি কি তাদের কাছে পারিশ্রমিক চান? ফলে তাদের উপর জরিমানার বোঝা পড়ছে?

[68:47]

না তাদের কাছে গায়বের খবর আছে? অতঃপর তারা তা লিপিবদ্ধ করে

[68:48]

আপনি আপনার পালনকর্তার আদেশের অপেক্ষায় সবর করুন এবং মাছওয়ালা ইউনুসের মত হবেন না, যখন সে দুঃখাকুল মনে প্রার্থনা করেছিল

[68:49]

যদি তার পালনকর্তার অনুগ্রহ তাকে সামাল না দিত, তবে সে নিন্দিত অবস্থায় জনশুন্য প্রান্তরে নিক্ষিপ্ত হত

[68:50]

অতঃপর তার পালনকর্তা তাকে মনোনীত করলেন এবং তাকে ৎকর্মীদের অন্তর্ভুক্ত করে নিলেন

[68:51]

কাফেররা যখন কোরআন শুনে, তখন তারা তাদের দৃষ্টি দ্বারা যেন আপনাকে আছাড় দিয়ে ফেলে দিবে এবং তারা বলেঃ সে তো একজন পাগল

[68:52]

অথচ এই কোরআন তো বিশ্বজগতের জন্যে উপদেশ বৈ নয়

 

Al-Hâqqah

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু

[69:1]

সুনিশ্চিত বিষয়

[69:2]

সুনিশ্চিত বিষয় কি?

[69:3]

আপনি কি কিছু জানেন, সেই সুনিশ্চিত বিষয় কি?

[69:4]

আদ ও সামুদ গোত্র মহাপ্রলয়কে মিথ্যা বলেছিল

[69:5]

অতঃপর সমুদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রলয়ংকর বিপর্যয় দ্বারা

[69:6]

এবং আদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রচন্ড ঝঞ্জাবায়ূ,

[69:7]

যা তিনি প্রবাহিত করেছিলেন তাদের উপর সাত রাত্রি ও আট দিবস পর্যন্ত অবিরামআপনি তাদেরকে দেখতেন যে, তারা অসার খর্জুর কান্ডের ন্যায় ভূপাতিত হয়ে রয়েছে

[69:8]

আপনি তাদের কোন অস্তিত্ব দেখতে পান কি?