At-Talâq

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু

[65:1]

হে নবী, তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দিতে চাও, তখন তাদেরকে তালাক দিয়ো ইদ্দতের প্রতি লক্ষ্য রেখে এবং ইদ্দত গণনা করোতোমরা তোমাদের পালনকর্তা আল্লাহকে ভয় করোতাদেরকে তাদের গৃহ থেকে বহিস্কার করো না এবং তারাও যেন বের না হয় যদি না তারা কোন সুস্পষ্ট নির্লজ্জ কাজে লিপ্ত হয় এগুলো আল্লাহর নির্ধারিত সীমাযে ব্যক্তি আল্লাহর সীমালংঘন করে, সে নিজেরই অনিষ্ট করেসে জানে না, হয়তো আল্লাহ এই তালাকের পর কোন নতুন উপায় করে দেবেন

[65:2]

অতঃপর তারা যখন তাদের ইদ্দতকালে পৌঁছে, তখন তাদেরকে যথোপযুক্ত পন্থায় রেখে দেবে অথবা যথোপযুক্ত পন্থায় ছেড়ে দেবে এবং তোমাদের মধ্য থেকে দুজন নির্ভরযোগ্য লোককে সাক্ষী রাখবেতোমরা আল্লাহর উদ্দেশ্যে সাক্ষ্য দিবেএতদ্দ্বারা যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে, তাকে উপদেশ দেয়া হচ্ছেআর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্যে নিস্কৃতির পথ করে দেবেন

[65:3]

এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিযিক দেবেনযে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্যে তিনিই যথেষ্টআল্লাহ তার কাজ পূর্ণ করবেনআল্লাহ সবকিছুর জন্যে একটি পরিমাণ স্থির করে রেখেছেন

[65:4]

তোমাদের স্ত্রীদের মধ্যে যাদের ঋতুবর্তী হওয়ার আশা নেই, তাদের ব্যাপারে সন্দেহ হলে তাদের ইদ্দত হবে তিন মাসআর যারা এখনও ঋতুর বয়সে পৌঁছেনি, তাদেরও অনুরূপ ইদ্দতকাল হবেগর্ভবর্তী নারীদের ইদ্দতকাল সন্তানপ্রসব পর্যন্তযে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার কাজ সহজ করে দেন

[65:5]

এটা আল্লাহর নির্দেশ, যা তিনি তোমাদের প্রতি নাযিল করেছেনযে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার পাপ মোচন করেন এবং তাকে মহাপুরস্কার দেন