[64:10]

আর যারা কাফের এবং আমার আয়াতসমূহকে মিথ্যা বলে, তারাই জাহান্নামের অধিবাসী, তারা তথায় অনন্তকাল থাকবেকতই না মন্দ প্রত্যাবর্তনস্থল এটা

[64:11]

আল্লাহর নির্দেশ ব্যতিরেকে কোন বিপদ আসে না এবং যে আল্লাহর প্রতি বিশ্বাস করে, তিনি তার অন্তরকে সৎপথ প্রদর্শন করেনআল্লাহ সর্ববিষয়ে সম্যক পরিজ্ঞাত

[64:12]

তোমরা আল্লাহর আনুগত্য কর এবং রসূলুল্লাহর আনুগত্য করযদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে আমার রসূলের দায়িত্ব কেবল খোলাখুলি পৌছে দেয়া

[64:13]

আল্লাহ তিনি ব্যতীত কোন মাবুদ নেইঅতএব মুমিনগণ আল্লাহর উপর ভরসা করুক

[64:14]

হে মুমিনগণ, তোমাদের কোন কোন স্ত্রী ও সন্তান-সন্ততি তোমাদের দুশমনঅতএব তাদের ব্যাপারে সতর্ক থাকযদি মার্জনা কর, উপেক্ষা কর, এবং ক্ষমা কর, তবে আল্লাহ ক্ষমাশীল, করুনাময়

[64:15]

তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি তো কেবল পরীক্ষাস্বরূপআর আল্লাহর কাছে রয়েছে মহাপুরস্কার

[64:16]

অতএব তোমরা যথাসাধ্য আল্লাহকে ভয় কর, শুন, আনুগত্য কর এবং ব্যয় করএটা তোমাদের জন্যে কল্যাণকরযারা মনের কার্পন্য থেকে মুক্ত, তারাই সফলকাম

[64:17]

যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দান কর, তিনি তোমাদের জন্যে তা দ্বিগুণ করে দেবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেনআল্লাহ গুণগ্রাহী, সহনশীল

[64:18]

তিনি দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানী, পরাক্রান্ত, প্রজ্ঞাময়