[62:9]

মুমিনগণ, জুমআর দিনে যখন নামাযের আযান দেয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের পানে ত্বরা কর এবং বেচাকেনা বন্ধ করএটা তোমাদের জন্যে উত্তম যদি তোমরা বুঝ

[62:10]

অতঃপর নামায সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড় এবং আল্লাহর অনুগ্রহ তালাশ কর ও আল্লাহকে অধিক স্মরণ কর, যাতে তোমরা সফলকাম হও

[62:11]

তারা যখন কোন ব্যবসায়ের সুযোগ অথবা ক্রীড়াকৌতুক দেখে তখন আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে তারা সেদিকে ছুটে যায়বলুনঃ আল্লাহর কাছে যা আছে, তা ক্রীড়াকৌতুক ও ব্যবসায় অপেক্ষা উৎকৃষ্টআল্লাহ সর্বোত্তম রিযিকদাতা

 

Al-Munâfiqûn

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু

[63:1]

মুনাফিকরা আপনার কাছে এসে বলেঃ আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি নিশ্চয়ই আল্লাহর রসূলআল্লাহ জানেন যে, আপনি অবশ্যই আল্লাহর রসূল এবং আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে, মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী

[63:2]

তারা তাদের শপথসমূহকে ঢালরূপে ব্যবহার করেঅতঃপর তারা আল্লাহর পথে বাধা সৃষ্টি করেতারা যা করছে, তা খুবই মন্দ

[63:3]

এটা এজন্য যে, তারা বিশ্বাস করার পর পুনরায় কাফের হয়েছেফলে তাদের অন্তরে মোহর মেরে দেয়া হয়েছেঅতএব তারা বুঝে না

[63:4]

আপনি যখন তাদেরকে দেখেন, তখন তাদের দেহাবয়ব আপনার কাছে প্রীতিকর মনে হয়আর যদি তারা কথা বলে, তবে আপনি তাদের কথা শুনেনতারা প্রাচীরে ঠেকানো কাঠসদৃশ্যপ্রত্যেক শোরগোলকে তারা নিজেদের বিরুদ্ধে মনে করেতারাই শত্রু, অতএব তাদের সম্পর্কে সতর্ক হোনধ্বংস করুন আল্লাহ তাদেরকে তারা কোথায় বিভ্রান্ত হচ্ছে ?