[58:12]

মুমিনগণ, তোমরা রসূলের কাছে কানকথা বলতে চাইলে ৎপূর্বে সদকা প্রদান করবেএটা তোমাদের জন্যে শ্রেয়ঃ ও পবিত্র হওয়ার ভাল উপায় যদি তাতে সক্ষম না হও, তবে আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু

[58:13]

তোমরা কি কানকথা বলার পূর্বে সদকা প্রদান করতে ভীত হয়ে গেলে? অতঃপর তোমরা যখন সদকা দিতে পারলে না এবং আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলেন তখন তোমরা নামায কায়েম কর, যাকাত প্রদান কর এবং আল্লাহ ও রসূলের আনুগত্য করআল্লাহ খবর রাখেন তোমরা যা কর

[58:14]

আপনি কি তাদের প্রতি লক্ষ্য করেননি, যারা আল্লাহর গযবে নিপতিত সম্প্রদায়ের সাথে বন্ধুত্ব করে? তারা মুসলমানদের দলভুক্ত নয় এবং তাদেরও দলভূক্ত নয়তারা জেনেশুনে মিথ্যা বিষয়ে শপথ করে

[58:15]

আল্লাহ তাদের জন্যে কঠোর শাস্তি প্রস্তুত রেখেছেন নিশ্চয় তারা যা করে, খুবই মন্দ

[58:16]

তারা তাদের শপথকে ঢাল করে রেখেছেন, অতঃপর তারা আল্লাহর পথ থেকে মানুষকে বাধা প্রদান করেঅতএব, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি

[58:17]

আল্লাহর কবল থেকে তাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি তাদেরকে মোটেই বাঁচাতে পারবেনাতারাই জাহান্নামের অধিবাসী তথায় তারা চিরকাল থাকবে

[58:18]

যেদিন আল্লাহ তাদের সকলকে পুনরুত্থিত করবেনঅতঃপর তারা আল্লাহর সামনে শপথ করবে, যেমন তোমাদের সামনে শপথ করেতারা মনে করবে যে, তারা কিছু সৎপথে আছেসাবধান, তারাই তো আসল মিথ্যাবাদী

[58:19]

শয়তান তাদেরকে বশীভূত করে নিয়েছে, অতঃপর আল্লাহর স্মরণ ভূলিয়ে দিয়েছেতারা শয়তানের দলসাবধান, শয়তানের দলই ক্ষতিগ্রস্ত

[58:20]

নিশ্চয় যারা আল্লাহ ও তাঁর রসূলের বিরুদ্ধাচারণ করে, তারাই লাঞ্ছিতদের দলভূক্ত

[58:21]

আল্লাহ লিখে দিয়েছেনঃ আমি এবং আমার রসূলগণ অবশ্যই বিজয়ী হবনিশ্চয় আল্লাহ শক্তিধর, পরাক্রমশালী