[56:51]

অতঃপর হে পথভ্রষ্ট, মিথ্যারোপকারীগণ

[56:52]

তোমরা অবশ্যই ভক্ষণ করবে যাক্কুম বৃক্ষ থেকে,

[56:53]

অতঃপর তা দ্বারা উদর পূর্ণ করবে,

[56:54]

অতঃপর তার উপর পান করবে উত্তপ্ত পানি

[56:55]

পান করবে পিপাসিত উটের ন্যায়

[56:56]

কেয়ামতের দিন এটাই হবে তাদের আপ্যায়ন

[56:57]

আমি সৃষ্টি করেছি তোমাদেরকেঅতঃপর কেন তোমরা তা সত্য বলে বিশ্বাস কর না

[56:58]

তোমরা কি ভেবে দেখেছ, তোমাদের বীর্যপাত সম্পর্কে

[56:59]

তোমরা তাকে সৃষ্টি কর, না আমি সৃষ্টি করি?

[56:60]

আমি তোমাদের মৃত্যুকাল নির্ধারিত করেছি এবং আমি অক্ষম নই

[56:61]

এ ব্যাপারে যে, তোমাদের পরিবর্তে তোমাদের মত লোককে নিয়ে আসি এবং তোমাদেরকে এমন করে দেই, যা তোমরা জান না

[56:62]

তোমরা অবগত হয়েছ প্রথম সৃষ্টি সম্পর্কে, তবে তোমরা অনুধাবন কর না কেন?

[56:63]

তোমরা যে বীজ বপন কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি?

[56:64]

তোমরা তাকে উৎপন্ন কর, না আমি উৎপন্নকারী ?

[56:65]

আমি ইচ্ছা করলে তাকে খড়কুটা করে দিতে পারি, অতঃপর হয়ে যাবে তোমরা বিস্ময়াবিষ্ট

[56:66]

বলবেঃ আমরা তো ঋণের চাপে পড়ে গেলাম;

[56:67]

বরং আমরা হূত সর্বস্ব হয়ে পড়লাম

[56:68]

তোমরা যে পানি পান কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি?

[56:69]

তোমরা তা মেঘ থেকে নামিয়ে আন, না আমি বর্ষন করি?

[56:70]

আমি ইচ্ছা করলে তাকে লোনা করে দিতে পারি, অতঃপর তোমরা কেন কৃতজ্ঞতা প্রকাশ কর না?

[56:71]

তোমরা যে অগ্নি প্রজ্জ্বলিত কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি?

[56:72]

তোমরা কি এর বৃক্ষ সৃষ্টি করেছ, না আমি সৃষ্টি করেছি ?

[56:73]

আমি সেই বৃক্ষকে করেছি স্মরণিকা এবং মরুবাসীদের জন্য সামগ্রী

[56:74]

অতএব, আপনি আপনার মহান পালনকর্তার নামে পবিত্রতা ঘোষণা করুন

[56:75]

অতএব, আমি তারকারাজির অস্তাচলের শপথ করছি,

[56:76]

নিশ্চয় এটা এক মহা শপথ-যদি তোমরা জানতে