[54:7]

তারা তখন অবনমিত নেত্রে কবর থেকে বের হবে বিক্ষিপ্ত পংগপাল সদৃশ

[54:8]

তারা আহবানকারীর দিকে দৌড়াতে থাকবেকাফেরা বলবেঃ এটা কঠিন দিন

[54:9]

তাদের পূর্বে নূহের সম্প্রদায়ও মিথ্যারোপ করেছিল তারা মিথ্যারোপ করেছিল আমার বান্দা নূহের প্রতি এবং বলেছিলঃ এ তো উম্মাদ তাঁরা তাকে হুমকি প্রদর্শন করেছিল

[54:10]

অতঃপর সে তার পালনকর্তাকে ডেকে বললঃ আমি অক্ষম, অতএব, তুমি প্রতিবিধান কর

[54:11]

তখন আমি খুলে দিলাম আকাশের দ্বার প্রবল বারিবর্ষণের মাধ্যমে

[54:12]

এবং ভুমি থেকে প্রবাহিত করলাম প্রস্রবণঅতঃপর সব পানি মিলিত হল এক পরিকম্পিত কাজে

[54:13]

আমি নূহকে আরোহণ করালাম এক কাষ্ঠ ও পেরেক নির্মিত জলযানে

[54:14]

যা চলত আমার দৃষ্টি সামনেএটা তার পক্ষ থেকে প্রতিশোধ ছিল, যাকে প্রত্যখ্যান করা হয়েছিল

[54:15]

আমি একে এক নিদর্শনরূপে রেখে দিয়েছিঅতএব, কোন চিন্তাশীল আছে কি?

[54:16]

কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী

[54:17]

আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্যেঅতএব, কোন চিন্তাশীল আছে কি?

[54:18]

আদ সম্প্রদায় মিথ্যারোপ করেছিল, অতঃপর কেমন কঠোর হয়েছিল আমার শাস্তি ও সতর্কবাণী

[54:19]

আমি তাদের উপর প্রেরণ করেছিলাম ঝঞ্জাবায়ু এক চিরাচরিত অশুভ দিনে

[54:20]

তা মানুষকে উৎখাত করছিল, যেন তারা উৎপাটিত খর্জুর বৃক্ষের কান্ড

[54:21]

অতঃপর কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী

[54:22]

আমি কোরআনকে বোঝার জন্যে সহজ করে দিয়েছিঅতএব, কোন চিন্তাশীল আছে কি?

[54:23]

সামুদ সম্প্রদায় সতর্ককারীদের প্রতি মিথ্যারোপ করেছিল

[54:24]

তারা বলেছিলঃ আমরা কি আমাদেরই একজনের অনুসরণ করব? তবে তো আমরা বিপথগামী ও বিকার গ্রস্থরূপে গণ্য হব

[54:25]

আমাদের মধ্যে কি তারই প্রতি উপদেশ নাযিল করা হয়েছে? বরং সে একজন মিথ্যাবাদী, দাম্ভিক

[54:26]

এখন আগামীকল্যই তারা জানতে পারবে কে মিথ্যাবাদী, দাম্ভিক

[54:27]

আমি তাদের পরীক্ষার জন্য এক উষ্ট্রী প্রেরণ করব, অতএব, তাদের প্রতি লক্ষ্য রাখ এবং সবর কর