[53:45]

এবং তিনিই সৃষ্টি করেন যুগল-পুরুষ ও নারী

[53:46]

একবিন্দু বীর্য থেকে যখন স্খলিত করা হয়

[53:47]

পুনরুত্থানের দায়িত্ব তাঁরই,

[53:48]

এবং তিনিই ধনবান করেন ও সম্পদ দান করেন

[53:49]

তিনি শিরা নক্ষত্রের মালিক

[53:50]

তিনিই প্রথম আদ সম্প্রদায়কে ধ্বংস করেছেন,

[53:51]

এবং সামুদকেও; অতঃপর কাউকে অব্যহতি দেননি

[53:52]

এবং তাদের পূর্বে নূহের সম্প্রদায়কে, তারা ছিল আরও জালেম ও অবাধ্য

[53:53]

তিনিই জনপদকে শুন্যে উত্তোলন করে নিক্ষেপ করেছেন

[53:54]

অতঃপর তাকে আচ্ছন্ন করে নেয় যা আচ্ছন্ন করার

[53:55]

অতঃপর তুমি তোমার পালনকর্তার কোন অনুগ্রহকে মিথ্যা বলবে?

[53:56]

অতীতের সতর্ককারীদের মধ্যে সে-ও একজন সতর্ককারী

[53:57]

কেয়ামত নিকটে এসে গেছে

[53:58]

আল্লাহ ব্যতীত কেউ একে প্রকাশ করতে সক্ষম নয়

[53:59]

তোমরা কি এই বিষয়ে আশ্চর্যবোধ করছ?

[53:60]

এবং হাসছ-ক্রন্দন করছ না?

[53:61]

তোমরা ক্রীড়া-কৌতুক করছ,

[53:62]

অতএব আল্লাহকে সেজদা কর এবং তাঁর এবাদত কর। [ Sajdah ]

 

Al-Qamar

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু

[54:1]

কেয়ামত আসন্ন, চন্দ্র বিদীর্ণ হয়েছে

[54:2]

তারা যদি কোন নিদর্শন দেখে তবে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, এটা তো চিরাগত জাদু

[54:3]

তারা মিথ্যারোপ করছে এবং নিজেদের খেয়াল-খুশীর অনুসরণ করছেপ্রত্যেক কাজ যথাসময়ে স্থিরীকৃত হয়

[54:4]

তাদের কাছে এমন সংবাদ এসে গেছে, যাতে সাবধানবাণী রয়েছে

[54:5]

এটা পরিপূর্ণ জ্ঞান, তবে সতর্ককারীগণ তাদের কোন উপকারে আসে না

[54:6]

অতএব, আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিনযেদিন আহবানকারী আহবান করবে এক অপ্রিয় পরিণামের দিকে,