Ad-Dukhân

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু

[44:1]

হা-মীম

[44:2]

শপথ সুস্পষ্ট কিতাবের

[44:3]

আমি একে নাযিল করেছিএক বরকতময় রাতে, নিশ্চয় আমি সতর্ককারী

[44:4]

এ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়

[44:5]

আমার পক্ষ থেকে আদেশক্রমে, আমিই প্রেরণকারী

[44:6]

আপনার পালনকর্তার পক্ষ থেকে রহমতস্বরূপতিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ

[44:7]

যদি তোমাদের বিশ্বাস থাকে দেখতে পাবেতিনি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যেবর্তী সবকিছুর পালনকর্তা

[44:8]

তিনি ব্যতীত কোন উপাস্য নেইতিনি জীবন দান করেন ও মৃত্যু দেনতিনি তোমাদের পালনকর্তা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃ-পুরুষদেরও পালনকর্তা

[44:9]

এতদসত্ত্বেও এরা সন্দেহে পতিত হয়ে ক্রীড়া-কৌতুক করছে

[44:10]

অতএব আপনি সেই দিনের অপেক্ষা করুন, যখন আকাশ ধূয়ায় ছেয়ে যাবে

[44:11]

যা মানুষকে ঘিরে ফেলবেএটা যন্ত্রণাদায়ক শাস্তি

[44:12]

হে আমাদের পালনকর্তা আমাদের উপর থেকে শাস্তি প্রত্যাহার করুন, আমরা বিশ্বাস স্থাপন করছি

[44:13]

তারা কি করে বুঝবে, অথচ তাদের কাছে এসেছিলেন স্পষ্ট বর্ণনাকারী রসূল

[44:14]

অতঃপর তারা তাকে পৃষ্ঠপ্রদর্শন করে এবং বলে, সে তো উম্মাদ-শিখানো কথা বলে

[44:15]

আমি তোমাদের উপর থেকে আযাব কিছুটা প্রত্যাহার করব, কিন্তু তোমরা পুনরায় পুনর্বস্থায় ফিরে যাবে

[44:16]

যেদিন আমি প্রবলভাবে ধৃত করব, সেদিন পুরোপুরি প্রতিশোধ গ্রহণ করবই

[44:17]

তাদের পূর্বে আমি ফেরাউনের সম্প্রদায়কে পরীক্ষা করেছি এবং তাদের কাছে আগমন করেছেন একজন সম্মানিত রসূল,

[44:18]

এই মর্মে যে, আল্লাহর বান্দাদেরকে আমার কাছে অর্পণ করআমি তোমাদের জন্য প্রেরীত বিশ্বস্ত রসূল