Ash-shûrâ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু

[42:1]

হা-মীম

[42:2]

আইন, সীন ক্বা-ফ

[42:3]

এমনিভাবে পরাক্রমশালী, প্রজ্ঞাময় আল্লাহ আপনার প্রতি ও আপনার পূর্ববর্তীদের প্রতি ওহী প্রেরণ করেন

[42:4]

নভোমন্ডলে যা কিছু আছে এবং ভূমন্ডলে যা কিছু আছে, সমস্তই তাঁরতিনি সমুন্নত, মহান

[42:5]

আকাশ উপর থেকে ফেটে পড়ার উপক্রম হয় আর তখন ফেরেশতাগণ তাদের পালনকর্তার প্রশংসাসহ পবিত্রতা বর্ণনা করে এবং পৃথিবীবাসীদের জন্যে ক্ষমা প্রার্থনা করেশুনে রাখ, আল্লাহই ক্ষমাশীল, পরম করুনাময়

[42:6]

যারা আল্লাহ ব্যতীত অপরকে অভিভাবক হিসাবে গ্রহণ করে, আল্লাহ তাদের প্রতি লক্ষ্য রাখেনআপনার উপর নয় তাদের দায়-দায়িত্ব

[42:7]

এমনি ভাবে আমি আপনার প্রতি আরবী ভাষায় কোরআন নাযিল করেছি, যাতে আপনি মক্কা ও তার আশ-পাশের লোকদের সতর্ক করেন এবং সতর্ক করেন সমাবেশের দিন সম্পর্কে, যাতে কোন সন্দেহ নেইএকদল জান্নাতে এবং একদল জাহান্নামে প্রবেশ করবে

[42:8]

আল্লাহ ইচ্ছা করলে সমস্ত লোককে এক দলে পরিণত করতে পারেনকিন্তু তিনি যাকে ইচ্ছা স্বীয় রহমতে দাখিল করেনআর যালেমদের কোন অভিভাবক ও সাহায্যকারী নেই

[42:9]

তারা কি আল্লাহ ব্যতীত অপরকে অভিভাবক স্থির করেছে? পরন্তু আল্লাহই তো একমাত্র অভিভাবকতিনি মৃতদেরকে জীবিত করেনতিনি সর্ববিষয়ে ক্ষমতাবান

[42:10]

তোমরা যে বিষয়েই মতভেদ কর, তার ফয়সালা আল্লাহর কাছে সোপর্দইনিই আল্লাহ আমার পালনকর্তা আমি তাঁরই উপর নির্ভর করি এবং তাঁরই অভিমুখী হই