[37:52]

সে বলত, তুমি কি বিশ্বাস কর যে,

[37:53]

আমরা যখন মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হব, তখনও কি আমরা প্রতিফল প্রাপ্ত হব?

[37:54]

আল্লাহ বলবেন, তোমরা কি তাকে উকি দিয়ে দেখতে চাও?

[37:55]

অপর সে উকি দিয়ে দেখবে এবং তাকে জাহান্নামের মাঝখানে দেখতে পাবে

[37:56]

সে বলবে, আল্লাহর কসম, তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করে দিয়েছিলে

[37:57]

আমার পালনকর্তার অনুগ্রহ না হলে আমিও যে গ্রেফতারকৃতদের সাথেই উপস্থিত হতাম

[37:58]

এখন আমাদের আর মৃত্যু হবে না

[37:59]

আমাদের প্রথম মৃত্যু ছাড়া এবং আমরা শাস্তি প্রাপ্তও হব না

[37:60]

নিশ্চয় এই মহা সাফল্য

[37:61]

এমন সাফল্যের জন্যে পরিশ্রমীদের পরিশ্রম করা উচিত

[37:62]

এই কি উত্তম আপ্যায়ন, না যাক্কুম বৃক্ষ?

[37:63]

আমি যালেমদের জন্যে একে বিপদ করেছি

[37:64]

এটি একটি বৃক্ষ, যা উদগত হয় জাহান্নামের মূলে

[37:65]

এর গুচ্ছ শয়তানের মস্তকের মত

[37:66]

কাফেররা একে ভক্ষণ করবে এবং এর দ্বারা উদর পূর্ণ করবে

[37:67]

তদুপরি তাদেরকে দেয়া হবেফুটন্ত পানির মিশ্রণ,

[37:68]

অতঃপর তাদের প্রত্যাবর্তন হবে জাহান্নামের দিকে

[37:69]

তারা তাদের পূর্বপুরুষদেরকে পেয়েছিল বিপথগামী

[37:70]

অতঃপর তারা তদের পদাংক অনুসরণে তৎপর ছিল

[37:71]

তাদের পূর্বেও অগ্রবর্তীদের অধিকাংশ বিপথগামী হয়েছিল

[37:72]

আমি তাদের মধ্যে ভীতি প্রদর্শনকারী প্রেরণ করেছিলাম

[37:73]

অতএব লক্ষ্য করুন, যাদেরকে ভীতিপ্রদর্শণ করা হয়েছিল, তাদের পরিণতি কি হয়েছে

[37:74]

তবে আল্লাহর বাছাই করা বান্দাদের কথা ভিন্ন

[37:75]

আর নূহ আমাকে ডেকেছিলআর কি চমৎকারভাবে আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম

[37:76]

আমি তাকে ও তার পরিবারবর্গকে এক মহাসংকট থেকে রক্ষা করেছিলাম