[37:25]

তোমাদের কি হল যে, তোমরা একে অপরের সাহায্য করছ না?

[37:26]

বরং তারা আজকের দিনে আত্নসমর্পণকারী

[37:27]

তারা একে অপরের দিকে মুখ করে পরস্পরকে জিজ্ঞাসাবাদ করবে

[37:28]

বলবে, তোমরা তো আমাদের কাছে ডান দিক থেকে আসতে

[37:29]

তারা বলবে, বরং তোমরা তো বিশ্বাসীই ছিলে না

[37:30]

এবং তোমাদের উপর আমাদের কোন কতৃত্ব ছিল না, বরং তোমরাই ছিলে সীমালংঘনকারী সম্প্রদায়

[37:31]

আমাদের বিপক্ষে আমাদের পালনকর্তার উক্তিই সত্য হয়েছে আমাদেরকে অবশই স্বাদ আস্বাদন করতে হবে

[37:32]

আমরা তোমাদেরকে পথভ্রষ্ট করেছিলামকারণ আমরা নিজেরাই পথভ্রষ্ট ছিলাম

[37:33]

তারা সবাই সেদিন শান্তিতে শরীক হবে

[37:34]

অপরাধীদের সাথে আমি এমনি ব্যবহার করে থাকি

[37:35]

তাদের যখন বলা হত, আল্লাহ ব্যতীত কোন উপাস্য েনই, তখন তারা ঔদ্ধত্য প্রদর্শন করত

[37:36]

এবং বলত, আমরা কি এক উম্মাদ কবির কথায় আমাদের উপাস্যদেরকে পরিত্যাগ করব

[37:37]

না, তিনি সত্যসহ আগমন করেছেন এবং রসূলগণের সত্যতা স্বীকার করেছেন

[37:38]

তোমরা অবশ্যই বেদনাদায়ক শাস্তি আস্বাদন করবে

[37:39]

তোমরা যা করতে, তারই প্রতিফল পাবে

[37:40]

তবে তারা নয়, যারা আল্লাহর বাছাই করা বান্দা

[37:41]

তাদের জন্যে রয়েছে নির্ধারিত রুযি

[37:42]

ফল-মূল এবং তারা সম্মানিত

[37:43]

নেয়ামতের উদ্যানসমূহ

[37:44]

মুখোমুখি হয়ে আসনে আসীন

[37:45]

তাদেরকে ঘুরে ফিরে পরিবেশন করা হবে স্বচ্ছ পানপাত্র

[37:46]

সুশুভ্র, যা পানকারীদের জন্যে সুস্বাদু

[37:47]

তাতে মাথা ব্যথার উপাদান নেই এবং তারা তা পান করে মাতালও হবে না

[37:48]

তাদের কাছে থাকবে নত, আয়তলোচনা তরুণীগণ

[37:49]

যেন তারা সুরক্ষিত ডিম

[37:50]

অতঃপর তারা একে অপরের দিকে মুখ করে জিজ্ঞাসাবাদ করবে

[37:51]

তাদের একজন বলবে, আমার এক সঙ্গী ছিল