[29:53]

তারা আপনাকে আযাব ত্বরান্বিত করতে বলেযদি আযাবের সময় নির্ধারিত না থাকত, তবে আযাব তাদের উপর এসে যেতনিশ্চয়ই আকস্মিকভাবে তাদের কাছে আযাব এসে যাবে, তাদের খবরও থাকবে না

[29:54]

তারা আপনাকে আযাব ত্বরান্বিত করতে বলে; অথচ জাহান্নাম কাফেরদেরকে ঘেরাও করছে

[29:55]

যেদিন আযাব তাদেরকে ঘেরাও করবে মাথার উপর থেকে এবং পায়ের নীচ থেকেআল্লাহ বললেন, তোমরা যা করতে, তার স্বাদ গ্রহণ কর

[29:56]

হে আমার ঈমানদার বান্দাগণ, আমার পৃথিবী প্রশস্তঅতএব তোমরা আমারই এবাদত কর

[29:57]

জীবমাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবেঅতঃপর তোমরা আমারই কাছে প্রত্যাবর্তিত হবে

[29:58]

যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, আমি অবশ্যই তাদেরকে জান্নাতের সুউচ্চ প্রাসাদে স্থান দেব, যার তলদেশে প্রস্রবণসমূহ প্রবাহিতসেখানে তারা চিরকাল থাকবেকত উত্তম পুরস্কার কর্মীদের

[29:59]

যারা সবর করে এবং তাদের পালনকর্তার উপর ভরসা করে

[29:60]

এমন অনেক জন্তু আছে, যারা তাদের খাদ্য সঞ্চিত রাখে নাআল্লাহই রিযিক দেন তাদেরকে এবং তোমাদেরকেওতিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ

[29:61]

যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, কে নভোমন্ডল ও ভূ-মন্ডল সৃষ্টি করেছে, চন্দ্র ও সূর্যকে কর্মে নিয়োজিত করেছে? তবে তারা অবশ্যই বলবে আল্লাহতাহলে তারা কোথায় ঘুরে বেড়াচ্ছে?

[29:62]

আল্লাহ তাঁর বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিযিক প্রশস্ত করে দেন এবং যার জন্য ইচ্ছা হ্রাস করেননিশ্চয়, আল্লাহ সর্ববিষয়ে সম্যক পরিজ্ঞাত

[29:63]

যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, কে আকাশ থেকে বারি বর্ষণ করে, অতঃপর তা দ্বারা মৃত্তিকাকে উহার মৃত হওয়ার পর সঞ্জীবিত করে? তবে তারা অবশ্যই বলবে, আল্লাহবলুন, সমস্ত প্রশংসা আল্লাহরইকিন্তু তাদের অধিকাংশই তা বোঝে না