[28:60]

তোমাদেরকে যা কিছু দেয়া হয়েছে, তা পার্থিব জীবনের ভোগ ও শোভা বৈ নয়আর আল্লাহর কাছে যা আছে, তা উত্তম ও স্থায়ীতোমরা কি বোঝ না ?

[28:61]

যাকে আমি উত্তম প্রতিশ্রুতি দিয়েছি, যা সে পাবে, সে কি ঐ ব্যক্তির সমান, যাকে আমি পার্থিব জীবনের ভোগ-সম্ভার দিয়েছি, অতঃপর তাকে কেয়ামতের দিন অপরাধীরূপে হাযির করা হবে?

[28:62]

যেদিন আল্লাহ তাদেরকে আওয়াজ দিয়ে বলবেন, তোমরা যাদেরকে আমার শরীক দাবী করতে, তারা কোথায়?

[28:63]

যাদের জন্যে শাস্তির আদেশ অবধারিত হয়েছে, তারা বলবে, হে আমাদের পালনকর্তাএদেরকেই আমরা পথভ্রষ্ট করেছিলামআমরা তাদেরকে পথভ্রষ্ট করেছিলাম, যেমন আমরা পথভ্রষ্ট হয়েছিলামআমরা আপনার সামনে দায়মুক্ত হচ্ছিতারা কেবল আমাদেরই এবাদত করত না

[28:64]

বলা হবে, তোমরা তোমাদের শরীকদের আহবান করতখন তারা ডাকবে,অতঃপর তারা তাদের ডাকে সাড়া দিবে না এবং তারা আযাব দেখবেহায়! তারা যদি ৎপথ প্রাপ্ত হত

[28:65]

যে দিন আল্লাহ তাদেরকে ডেকে বলবেন, তোমরা রসূলগণকে কি জওয়াব দিয়েছিলে?

[28:66]

অতঃপর তাদের কথাবার্তা বন্ধ হয়ে যাবে এবং তারা একে অপরকে জিজ্ঞাসাবাদ করতে পারবে না

[28:67]

তবে যে তওবা করে, বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, আশা করা যায়, সে সফলকাম হবে

[28:68]

আপনার পালনকর্তা যা ইচ্ছা সৃষ্টি করেন এবং পছন্দ করেনতাদের কোন ক্ষমতা নেইআল্লাহ পবিত্র এবং তারা যাকে শরীক করে, তা থেকে উর্ধ্বে

[28:69]

তাদের অন্তর যা গোপন করে এবং যা প্রকাশ করে, আপনার পালনকর্তা তা জানেন

[28:70]

তিনিই আল্লাহ তিনি ব্যতীত কোন উপাস্য নেইইহকাল ও পরকালে তাঁরই প্রশংসাবিধান তাঁরই ক্ষমতাধীন এবং তোমরা তাঁরই কাছে প্রত্যাবর্তিত হবে