[27:77]

এবং নিশ্চিতই এটা মুমিনদের জন্যে হেদায়েত ও রহমত

[27:78]

আপনার পালনকর্তা নিজ শাসনক্ষমতা অনুযায়ী তাদের মধ্যে ফয়সালা করে দেবেনতিনি পরাক্রমশালী, সুবিজ্ঞ

[27:79]

অতএব, আপনি আল্লাহর উপর ভরসা করুননিশ্চয় আপনি সত্য ও স্পষ্ট পথে আছেন

[27:80]

আপনি আহবান শোনাতে পারবেন না মৃতদেরকে এবং বধিরকেও নয়, যখন তারা পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায়

[27:81]

আপনি অন্ধদেরকে তাদের পথভ্রষ্টতা থেকে ফিরিয়ে সৎপথে আনতে পারবেন নাআপনি কেবল তাদেরকে শোনাতে পারবেন, যারা আমার আয়াতসমূহে বিশ্বাস করেঅতএব, তারাই আজ্ঞাবহ

[27:82]

যখন প্রতিশ্রুতি (কেয়ামত) সমাগত হবে, তখন আমি তাদের সামনে ভূগর্ভ থেকে একটি জীব নির্গত করবসে মানুষের সাথে কথা বলবেএ কারণে যে মানুষ আমার নিদর্শনসমূহে বিশ্বাস করত না

[27:83]

যেদিন আমি একত্রিত করব একেকটি দলকে সেসব সম্প্রদায় থেকে, যারা আমার আয়াতসমূহকে মিথ্যা বলত; অতঃপর তাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করা হবে

[27:84]

যখন তারা উপস্থিত হয়ে যাবে, তখন আল্লাহ বলবেন, তোমরা কি আমার আয়াতসমূহকে মিথ্যা বলেছিলে? অথচ এগুলো সম্পর্কে তোমাদের পুর্ণ জ্ঞান ছিল নানা তোমরা অন্য কিছু করছিলে?

[27:85]

জুলুমের কারণে তাদের কাছে আযাবের ওয়াদা এসে গেছেএখন তারা কোন কিছু বলতে পারবে না

[27:86]

তারা কি দেখে না যে, আমি রাত্রি সৃষ্টি করেছি তাদের বিশ্রামের জন্যে এবং দিনকে করেছি আলোকময়নিশ্চয় এতে ঈমানদার সম্প্রদায়ের জন্যে নিদর্শনাবলী রয়েছে

[27:87]

যেদিন সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে, অতঃপর আল্লাহ যাদেরকে ইচ্ছা করবেন, তারা ব্যতীত নভোমন্ডলে ও ভূমন্ডলে যারা আছে, তারা সবাই ভীতবিহ্বল হয়ে পড়বে এবং সকলেই তাঁর কাছে আসবে বিনীত অবস্থায়

[27:88]

তুমি পর্বতমালাকে দেখে অচল মনে কর, অথচ সেদিন এগুলো মেঘমালার মত চলমান হবেএটা আল্লাহর কারিগরী, যিনি সবকিছুকে করেছেন সুসংহত তোমরা যা কিছু করছ, তিনি তা অবগত আছেন