[26:207]

তখন তাদের ভোগ বিলাস তা তাদের কি কোন উপকারে আসবে?

[26:208]

আমি কোন জনপদ ধ্বংস করিনি; কিন্তু এমতাবস্থায় যে, তারা সতর্ককারী ছিল

[26:209]

স্মরণ করানোর জন্যে, এবং আমার কাজ অন্যায়াচরণ নয়

[26:210]

এই কোরআন শয়তানরা অবতীর্ণ করেনি

[26:211]

তারা এ কাজের উপযুক্ত নয় এবং তারা এর সামর্থ?ও রাখে না

[26:212]

তাদেরকে তো শ্রবণের জায়গা থেকে দূরে রাখা রয়েছে

[26:213]

অতএব, আপনি আল্লাহর সাথে অন্য উপাস্যকে আহবান করবেন নাকরলে শাস্তিতে পতিত হবেন

[26:214]

আপনি নিকটতম আত্মীয়দেরকে সতর্ক করে দিন

[26:215]

এবং আপনার অনুসারী মুমিনদের প্রতি সদয় হোন

[26:216]

যদি তারা আপনার অবাধ্য করে, তবে বলে দিন, তোমরা যা কর, তা থেকে আমি মুক্ত

[26:217]

আপনি ভরসা করুন পরাক্রমশালী, পরম দয়ালুর উপর,

[26:218]

যিনি আপনাকে দেখেন যখন আপনি নামাযে দন্ডায়মান হন,

[26:219]

এবং নামাযীদের সাথে উঠাবসা করেন

[26:220]

নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী

[26:221]

আমি আপনাকে বলব কি কার নিকট শয়তানরা অবতরণ করে?

[26:222]

তারা অবতীর্ণ হয় প্রত্যেক মিথ্যাবাদী, গোনাহগারের উপর

[26:223]

তারা শ্রুত কথা এনে দেয় এবং তাদের অধিকাংশই মিথ্যাবাদী

[26:224]

বিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে

[26:225]

তুমি কি দেখ না যে, তারা প্রতি ময়দানেই উদভ্রান্ত হয়ে ফিরে?

[26:226]

এবং এমন কথা বলে, যা তারা করে না

[26:227]

তবে তাদের কথা ভিন্ন, যারা বিশ্বাস স্থাপন করে ও ৎকর্ম করে এবং আল্লাহ কে খুব স্মরণ করে এবং নিপীড়িত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করেনিপীড়নকারীরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল কিরূপ