[26:160]

লূতের সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে

[26:161]

যখন তাদের ভাই লূত তাদেরকে বললেন, তোমরা কি ভয় কর না ?

[26:162]

আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর

[26:163]

অতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর

[26:164]

আমি এর জন্যে তোমাদের কাছে কোন প্রতিদান চাই না আমার প্রতিদান তো বিশ্ব-পালনকর্তা দেবেন

[26:165]

সারা জাহানের মানুষের মধ্যে তোমরাই কি পুরূষদের সাথে কুকর্ম কর?

[26:166]

এবং তোমাদের পালনকর্তা তোমাদের জন্যে যে স্ত্রীগনকে সৃষ্টি করেছেন, তাদেরকে বর্জন কর? বরং তোমরা সীমালঙ্ঘনকারী সম্প্রদায়

[26:167]

তারা বলল, হে লূত, তুমি যদি বিরত না হও, তবে অবশ্যই তোমাকে বহিস্কৃত করা হবে

[26:168]

লূত বললেন, আমি তোমাদের এই কাজকে ঘৃণা করি

[26:169]

হে আমার পালনকর্তা, আমাকে এবং আমার পরিবারবর্গকে তারা যা করে, তা থেকে রক্ষা কর

[26:170]

অতঃপর আমি তাঁকে ও তাঁর পরিবারবর্গকে রক্ষা করলাম

[26:171]

এক বৃদ্ধা ব্যতীত, সে ছিল ধ্বংস প্রাপ্তদের অন্তর্ভুক্ত

[26:172]

এরপর অন্যদেরকে নিপাত করলাম

[26:173]

তাদের উপর এক বিশেষ বৃষ্টি বর্ষণ করলাম ভীতি-প্রদর্শিত দের জন্যে এই বৃষ্টি ছিল কত নিকৃষ্ট

[26:174]

নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে; কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়

[26:175]

নিশ্চয়ই আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু

[26:176]

বনের অধিবাসীরা পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে

[26:177]

যখন শোআয়ব তাদের কে বললেন, তোমরা কি ভয় কর না?

[26:178]

আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর

[26:179]

অতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর

[26:180]

আমি তোমাদের কাছে এর জন্য কোন প্রতিদান চাই না আমার প্রতিদান তো বিশ্ব-পালনকর্তাই দেবেন

[26:181]

মাপ পূর্ণ কর এবং যারা পরিমাপে কম দেয়, তাদের অন্তর্ভুক্ত হয়ো না

[26:182]

সোজা দাঁড়ি-পাল্লায় ওজন কর

[26:183]

মানুষকে তাদের বস্তু কম দিও না এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে ফিরো না