[26:137]

এসব কথাবার্তা পূর্ববর্তী লোকদের অভ্যাস বৈ নয়

[26:138]

আমরা শাস্তিপ্রাপ্ত হব না

[26:139]

অতএব, তারা তাঁকে মিথ্যাবাদী বলতে লাগল এবং আমি তাদেরকে নিপাত করে দিলামএতে অবশ্যই নিদর্শন আছে; কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়

[26:140]

এবং আপনার পালনকর্তা, তিনি তো প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু

[26:141]

সামুদ সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে

[26:142]

যখন তাদের ভাই সালেহ, তাদেরকে বললেন, তোমরা কি ভয় কর না?

[26:143]

আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর

[26:144]

অতএব, আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর

[26:145]

আমি এর জন্যে তোমাদের কাছে কোন প্রতিদান চাই না আমার প্রতিদান তো বিশ্ব-পালনকর্তাই দেবেন

[26:146]

তোমাদেরকে কি এ জগতের ভোগ-বিলাসের মধ্যে নিরাপদে রেখে দেয়া হবে?

[26:147]

উদ্যানসমূহের মধ্যে এবং ঝরণাসমূহের মধ্যে ?

[26:148]

শস্যক্ষেত্রের মধ্যে এবং মঞ্জুরিত খেজুর বাগানের মধ্যে ?

[26:149]

তোমরা পাহাড় কেটে জাঁক জমকের গৃহ নির্মাণ করছ

[26:150]

সুতরাং তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার অনুগত্য কর

[26:151]

এবং সীমালংঘনকারীদের আদেশ মান্য কর না;

[26:152]

যারা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে এবং শান্তি স্থাপন করে না;

[26:153]

তারা বলল, তুমি তো জাদুগ্রস্থুরেদ একজন

[26:154]

তুমি তো আমাদের মতই একজন মানুষ বৈ নওসুতরাং যদি তুমি সত্যবাদী হও, তবে কোন নিদর্শন উপস্থিত কর

[26:155]

সালেহ বললেন এই উষ্ট্রী, এর জন্যে আছে পানি পানের পালা এবং তোমাদের জন্যে আছে পানি পানের পালা নির্দিষ্ট এক-এক দিনের

[26:156]

তোমরা একে কোন কষ্ট দিও নাতাহলে তোমাদেরকে মহাদিবসের আযাব পাকড়াও করবে

[26:157]

তারা তাকে বধ করল ফলে, তারা অনুতপ্ত হয়ে গেল

[26:158]

এরপর আযাব তাদেরকে পাকড়াও করলনিশ্চয় এতে নিদর্শন আছেকিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়

[26:159]

আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু