[21:25]

আপনার পূর্বে আমি যে রাসূলই প্রেরণ করেছি, তাকে এ আদেশই প্রেরণ করেছি যে, আমি ব্যতীত অন্য কোন উপাস্য নেইসুতরাং আমারই এবাদত কর

[21:26]

তারা বললঃ দয়াময় আল্লাহ সন্তান গ্রহণ করেছেতাঁর জন্য কখনও ইহা যোগ্য নয়; বরং তারা তো তাঁর সম্মানিত বান্দা

[21:27]

তারা আগে বেড়ে কথা বলতে পারে না এবং তারা তাঁর আদেশেই কাজ করে

[21:28]

তাদের সম্মুখে ও পশ্চাতে যা আছে, তা তিনি জানেনতারা শুধু তাদের জন্যে সুপারিশ করে, যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং তারা তাঁর ভয়ে ভীত

[21:29]

তাদের মধ্যে যে বলে যে, তিনি ব্যতীত আমিই উপাস্য, তাকে আমি জাহান্নামের শাস্তি দেবআমি জালেমদেরকে এভাবেই প্রতিফল দিয়ে থাকি

[21:30]

কাফেররা কি ভেবে দেখে না যে, আকাশমন্ডলী ও পৃথিবীর মুখ বন্ধ ছিল, অতঃপর আমি উভয়কে খুলে দিলাম এবং প্রাণবন্ত সবকিছু আমি পানি থেকে সৃষ্টি করলামএরপরও কি তারা বিশ্বাস স্থাপন করবে না?

[21:31]

আমি পৃথিবীতে ভারী বোঝা রেখে দিয়েছি যাতে তাদেরকে নিয়ে পৃথিবী ঝুঁকে না পড়ে এবং তাতে প্রশস্ত পথ রেখেছি, যাতে তারা পথ প্রাপ্ত হয়

[21:32]

আমি আকাশকে সুরক্ষিত ছাদ করেছি; অথচ তারা আমার আকাশস্থ নিদর্শনাবলী থেকে মুখ ফিরিয়ে রাখে

[21:33]

তিনিই সৃষ্টি করেছেন রাত্রি ও দিন এবং সূর্য ও চন্দ্রসবাই আপন আপন কক্ষপথে বিচরণ করে

[21:34]

আপনার পূর্বেও কোন মানুষকে আমি অনন্ত জীবন দান করিনিসুতরাং আপনার মৃত্যু হলে তারা কি চিরঞ্জীব হবে?

[21:35]

প্রত্যেককে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবেআমি তোমাদেরকে মন্দ ও ভাল দ্বারা পরীক্ষা করে থাকি এবং আমারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে