[20:65]

তারা বললঃ হে মূসা, হয় তুমি নিক্ষেপ কর, না হয় আমরা প্রথমে নিক্ষেপ করি

[20:66]

মূসা বললেনঃ বরং তোমরাই নিক্ষেপ করতাদের যাদুর প্রভাবে হঠাৎ তাঁর মনে হল, যেন তাদের রশিগুলো ও লাঠিগুলো চুটাছুটি করছে

[20:67]

অতঃপর মূসা মনে মনে কিছুটা ভীতি অনুভব করলেন

[20:68]

আমি বললামঃ ভয় করো না, তুমি বিজয়ী হবে

[20:69]

তোমার ডান হাতে যা আছে তুমি তা নিক্ষেপ করএটা যা কিছু তারা করেছে তা গ্রাস করে ফেলবেতারা যা করেছে তা তো কেবল যাদুকরের কলাকৌশলযাদুকর যেখানেই থাকুক, সফল হবে না

[20:70]

অতঃপর যাদুকররা সেজদায় পড়ে গেলতারা বললঃ আমরা হারুন ও মূসার পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করলাম

[20:71]

ফেরাউন বললঃ আমার অনুমতি দানের পূর্বেই? তোমরা কি তার প্রতি বিশ্বাস স্থাপন করলে; দেখছি সেই তোমাদের প্রধান, সে তোমাদেরকে যাদু শিক্ষা দিয়েছেঅতএব আমি অবশ্যই তোমাদের হস্তপদ বিপরীত দিক থেকে কর্তন করব এবং আমি তোমাদেরকে খর্জুর বৃক্ষের কান্ডে শূলে চড়াব এবং তোমরা নিশ্চিত রূপেই জানতে পারবে আমাদের মধ্যে কার আযাব কঠোরতর এবং অধিক্ষণ স্থায়ী

[20:72]

যাদুকররা বললঃ আমাদের কাছে যে, সুস্পষ্ট প্রমাণ এসেছে তার উপর এবং যিনি আমাদের কে সৃষ্টি করেছেন, তাঁর উপর আমরা কিছুতেই তোমাকে প্রাধান্য দেব নাঅতএব, তুমি যা ইচ্ছা করতে পারতুমি তো শুধু এই পার্থিব জীবনেই যা করার করবে

[20:73]

আমরা আমাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করেছি যাতে তিনি আমাদের পাপ এবং তুমি আমাদেরকে যে যাদু করতে বাধ্য করেছ, তা মার্জনা করেনআল্লাহ শ্রেষ্ঠ ও চিরস্থায়ী

[20:74]

নিশ্চয়ই যে তার পালনকর্তার কাছে অপরাধী হয়ে আসে, তার জন্য রয়েছে জাহান্নামসেখানে সে মরবে না এবং বাঁচবেও না

[20:75]

আর যারা তাঁর কাছে আসে এমন ঈমানদার হয়ে যায় সৎকর্ম সম্পাদন করেছে, তাদের জন্যে রয়েছে সুউচ্চ মর্তবা

[20:76]

বসবাসের এমন পুষ্পোদ্যান রয়েছে যার তলদেশে দিয়ে নির্ঝরিণীসমূহ প্রবাহিত হয়সেখানে তারা চিরকাল থাকবে এটা তাদেরই পুরস্কার, যারা পবিত্র হয়