[19:96]

যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে, তাদেরকে দয়াময় আল্লাহ ভালবাসা দেবেন

[19:97]

আমি কোরআনকে আপনার ভাষায় সহজ করে দিয়েছি, যাতে আপনি এর দ্বারা পরহেযগারদেরকে সুসংবাদ দেন এবং কলহকারী সম্প্রদায়কে সতর্ক করেন

[19:98]

তাদের পূর্বে আমি কত মানবগোষ্ঠীকে ধ্বংস করেছিআপনি কি তাদের কাহারও সাড়া পান, অথবা তাদের ক্ষীনতম আওয়ায ও শুনতে পান?

 

Tâ-Hâ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু

[20:1]

তোয়া-হা

[20:2]

আপনাকে ক্লেশ দেবার জন্য আমি আপনার প্রতি কোরআন অবতীর্ণ করিনি

[20:3]

কিন্তু তাদেরই উপদেশের জন্য যারা ভয় করে

[20:4]

এটা তাঁর কাছ থেকে অবতীর্ণ, যিনি ভূমন্ডল ও সমুচ্চ নভোমন্ডল সৃষ্টি করেছেন

[20:5]

তিনি পরম দয়াময়, আরশে সমাসীন হয়েছেন

[20:6]

নভোমন্ডলে, ভুমন্ডলে, এতদুভয়ের মধ্যবর্তী স্থানে এবং সিক্ত ভূগর্ভে যা আছে, তা তাঁরই

[20:7]

যদি তুমি উচ্চকন্ঠেও কথা বল, তিনি তো গুপ্ত ও তদপেক্ষাও গুপ্ত বিষয়বস্তু জানেন

[20:8]

আল্লাহ তিনি ব্যতীত কোন উপাস্য ইলাহ নেইসব সৌন্দর্যমন্ডিত নাম তাঁরই

[20:9]

আপনার কাছে মূসার বৃত্তান্ত পৌঁছেছে কি

[20:10]

তিনি যখন আগুন দেখলেন, তখন পরিবারবর্গকে বললেনঃ তোমরা এখানে অবস্থান কর আমি আগুন দেখেছিসম্ভবতঃ আমি তা থেকে তোমাদের কাছে কিছু আগুন জালিয়ে আনতে পারব অথবা আগুনে পৌছে পথের সন্ধান পাব

[20:11]

অতঃপর যখন তিনি আগুনের কাছে পৌছলেন, তখন আওয়াজ আসল হে মূসা,

[20:12]

আমিই তোমার পালনকর্তা, অতএব তুমি জুতা খুলে ফেল, তুমি পবিত্র উপত্যকা তুয়ায় রয়েছ