[17:76]

তারা তো আপনাকে এ ভুখন্ড থেকে উৎখাত করে দিতে চুড়ান্ত চেষ্টা করেছিল যাতে আপনাকে এখান থেকে বহিস্কার করে দেয়া যায়তখন তারাও আপনার পর সেখানে অল্প কালই মাত্র টিকে থাকত

[17:77]

আপনার পূর্বে আমি যত রসূল প্রেরণ করেছি, তাদের ক্ষেত্রেও এরূপ নিয়ম ছিলআপনি আমার নিয়মের কোন ব্যতিক্রম পাবেন না

[17:78]

সূর্য ঢলে পড়ার সময় থেকে রাত্রির অন্ধকার পর্যন্ত নামায কায়েম করুন এবং ফজরের কোরআন পাঠওনিশ্চয় ফজরের কোরআন পাঠ মুখোমুখি হয়

[17:79]

রাত্রির কিছু অংশ কোরআন পাঠ সহ জাগ্রত থাকুনএটা আপনার জন্যে অতিরিক্তহয়ত বা আপনার পালনকর্তা আপনাকে মোকামে মাহমুদে পৌঁছাবেন

[17:80]

বলুনঃ হে পালনকর্তা! আমাকে দাখিল করুন সত্যরূপে এবং আমাকে বের করুন সত্যরূপে এবং দান করুন আমাকে নিজের কাছ থেকে রাষ্ট্রীয় সাহায্য

[17:81]

বলুনঃ সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছেনিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল

[17:82]

আমি কোরআনে এমন বিষয় নাযিল করি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনের জন্য রহমতগোনাহগারদের তো এতে শুধু ক্ষতিই বৃদ্ধি পায়

[17:83]

আমি মানুষকে নেয়ামত দান করলে সে মুখ ফিরিয়ে নেয় এবং অহংকারে দুরে সরে যায়; যখন তাকে কোন অনিষ্ট স্পর্শ করে, তখন সে একেবারে হতাশ হয়ে পড়ে

[17:84]

বলুনঃ প্রত্যেকেই নিজ রীতি অনুযায়ী কাজ করেঅতঃপর আপনার পালনকর্তা বিশেষ রূপে জানেন, কে সর্বাপেক্ষা নির্ভূল পথে আছে

[17:85]

তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করেবলে দিনঃ রূহ আমার পালনকর্তার আদেশ ঘটিতএ বিষয়ে তোমাদেরকে সামান্য জ্ঞানই দান করা হয়েছে

[17:86]

আমি ইচ্ছা করলে আপনার কাছে ওহীর মাধমে যা প্রেরণ করেছি তা অবশ্যই প্রত্যাহার করতে পারতামঅতঃপর আপনি নিজের জন্যে তা আনয়নের ব্যাপারে আমার মোকাবিলায় কোন দায়িত্ব বহনকারী পাবেন না