[17:8]

হয়ত তোমাদের পালনকর্তা তোমাদের প্রতি অনুগ্রহ করবেনকিন্তু যদি পুনরায় তদ্রূপ কর, আমিও পুনরায় তাই করবআমি জাহান্নামকে কাফেরদের জন্যে কয়েদখানা করেছি

[17:9]

এই কোরআন এমন পথ প্রদর্শন করে, যা সর্বাধিক সরল এবং ৎকর্ম পরায়ণ মুমিনদেরকে সুসংবাদ দেয় যে, তাদের জন্যে মহা পুরস্কার রয়েছে

[17:10]

এবং যারা পরকালে বিশ্বাস করে না, আমি তাদের জন্যে যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করেছি

[17:11]

মানুষ যেভাবে কল্যাণ কামনা করে, সেভাবেই অকল্যাণ কামনা করেমানুষ তো খুবই দ্রুততা প্রিয়

[17:12]

আমি রাত্রি ও দিনকে দুটি নিদর্শন করেছিঅতঃপর নিস্প্রভ করে দিয়েছি রাতের নিদর্শন এবং দিনের নিদর্শনকে দেখার উপযোগী করেছি, যাতে তোমরা তোমাদের পালনকর্তার অনুগ্রহ অন্বেষণ কর এবং যাতে তোমরা স্থির করতে পার বছরসমূহের গণনা ও হিসাব এবং আমি সব বিষয়কে বিস্তারিত ভাবে বর্ণনা করেছি

[17:13]

আমি প্রত্যেক মানুষের কর্মকে তার গ্রীবলগ্ন করে রেখেছিকেয়ামতের দিন বের করে দেখাব তাকে একটি কিতাব, যা সে খোলা অবস্থায় পাবে

[17:14]

পাঠ কর তুমি তোমার কিতাবআজ তোমার হিসাব গ্রহণের জন্যে তুমিই যথেষ্ট

[17:15]

যে কেউ সৎপথে চলে, তারা নিজের মঙ্গলের জন্যেই সৎ পথে চলেআর যে পথভ্রষ্ট হয়, তারা নিজের অমঙ্গলের জন্যেই পথ ভ্রষ্ট হয়কেউ অপরের বোঝা বহন করবে নাকোন রাসূল না পাঠানো পর্যন্ত আমি কাউকেই শাস্তি দান করি না

[17:16]

যখন আমি কোন জনপদকে ধ্বংস করার ইচ্ছা করি তখন তার অবস্থাপন্ন লোকদেরকে উদ্ধুদ্ধ করি অতঃপর তারা পাপাচারে মেতে উঠেতখন সে জনগোষ্টীর উপর আদেশ অবধারিত হয়ে যায়অতঃপর আমি তাকে উঠিয়ে আছাড় দেই

[17:17]

নূহের পর আমি অনেক উম্মতকে ধ্বংস করেছিআপনার পালনকর্তাই বান্দাদের পাপাচারের সংবাদ জানা ও দেখার জন্যে যথেষ্ট