[14:11]

তাদের পয়গম্বর তাদেরকে বলেনঃ আমারাও তোমাদের মত মানুষ, কিন্তু আল্লাহ বান্দাদের মধ্য থেকে যার উপরে ইচ্ছা, অনুগ্রহ করেন আল্লাহর নির্দেশ ব্যতীত তোমাদের কাছে প্রমাণ নিয়ে আসা আমাদের কাজ নয়; ঈমানদারদের আল্লাহর উপর ভরসা করা চাই

[14:12]

আমাদের আল্লাহর উপর ভরসা না করার কি কারণ থাকতে পারে, অথচ তিনি আমাদেরকে আমাদের পথ বলে দিয়েছেনতোমরা আমাদেরকে যে পীড়ন করেছ, তজ্জন্যে আমরা সবর করবভরসাকারিগণের আল্লাহর উপরই ভরসা করা উচিত

[14:13]

কাফেররা পয়গম্বরগণকে বলেছিলঃ আমরা তোমাদেরকে দেশ থেকে বের করে দেব অথবা তোমরা আমাদের ধর্মে ফিরে আসবেতখন তাদের কাছে তাদের পালনকর্তা ওহী প্রেরণ করলেন যে, আমি জালিমদেরকে অবশ্যই ধ্বংস করে দেব

[14:14]

তাদের পর তোমাদেরকে দেশে আবাদ করবএটা ঐ ব্যক্তি পায়, যে আমার সামনে দন্ডায়মান হওয়াকে এবং আমার আযাবের ওয়াদাকে ভয় করে

[14:15]

পয়গম্বরগণ ফয়সালা চাইতে লাগলেন এবং প্রত্যেক অবাধ্য, হঠকারী ব্যর্থ কাম হল

[14:16]

তার পেছনে দোযখ রয়েছেতাতে পূঁজ মিশানো পানি পান করানো হবে

[14:17]

ঢোক গিলে তা পান করবেএবং গলার ভিতরে প্রবেশ করতে পারবে নাপ্রতি দিক থেকে তার কাছে মৃত্যু আগমন করবে এবং সে মরবে নাতার পশ্চাতেও রয়েছে কঠোর আযাব

[14:18]

যারা স্বীয় পালনকর্তার সত্তার অবিশ্বাসী তাদের অবস্থা এই যে, তাদের কর্মসমূহ ছাইভস্মের মত যার উপর দিয়ে প্রবল বাতাস বয়ে যায় ধূলিঝড়ের দিনতাদের উপার্জনের কোন অংশই তাদের করতলগত হবে নাএটাই দুরবর্তী পথভ্রষ্টতা