Ar-Ra‘d

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু

[13:1]

আলিফ-লাম-মীম-রা; এগুলো কিতাবের আয়াতযা কিছু আপনার পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, তা সত্যকিন্তু অধিকাংশ মানুষ এতে বিশ্বাস করে না

[13:2]

আল্লাহ, যিনি উর্ধ্বদেশে স্থাপন করেছেন আকাশমন্ডলীকে স্তম্ভ ব্যতীততোমরা সেগুলো দেখঅতঃপর তিনি আরশের উপর অধিষ্ঠিত হয়েছেনএবং সূর্য ও চন্দ্রকে কর্মে নিয়োজিত করেছেনপ্রত্যেকে নির্দিষ্ট সময় মোতাবেক আবর্তন করেতিনি সকল বিষয় পরিচালনা করেন, নিদর্শনসমূহ প্রকাশ করেন, যাতে তোমরা স্বীয় পালনকর্তার সাথে সাক্ষাত সম্বন্ধে নিশ্চিত বিশ্বাসী হও

[13:3]

তিনিই ভুমন্ডলকে বিস্তৃত করেছেন এবং তাতে পাহাড় পর্বত ও নদ-নদী স্থাপন করেছেন এবং প্রত্যেক ফলের মধ্যে দুদু প্রকার সৃষ্টি করে রেখেছেনতিনি দিনকে রাত্রি দ্বারা আবৃত করেনএতে তাদের জন্যে নিদর্শণ রয়েছে, যারা চিন্তা করে

[13:4]

এবং যমিনে বিভিন্ন শস্য ক্ষেত্র রয়েছে-একটি অপরটির সাথে সংলগ্ন এবং আঙ্গুরের বাগান আছে আর শস্য ও খজ্জêুর রয়েছে-একটির মূল অপরটির সাথে মিলিত এবং কতক মিলিত নয়এগুলো কে একই পানি দ্বারা সেচ করা হয়আর আমি স্বাদে একটিকে অপরটির চাইতে উৎকৃষ্টতর করে দেইএগুলোর মধ্যে নিদর্শণ রয়েছে তাদের জন্য যারা চিন্তা ভাবনা করে

[13:5]

যদি আপনি বিস্ময়ের বিষয় চান, তবে তাদের একথা বিস্ময়কর যে, আমরা যখন মাটি হয়ে যাব, তখনও কি নতুন ভাবে সৃজিত হব? এরাই স্বীয় পালনকর্তার সত্তায় অবিশ্বাসী হয়ে গেছে, এদের গর্দানেই লৌহ-শৃংখল পড়বে এবং এরাই দোযখী এরা তাতে চিরকাল থাকবে