[9:94]

তুমি যখন তাদের কাছে ফিরে আসবে, তখন তারা তোমাদের নিকট ছল-ছুতা নিয়ে উপস্থিত হবে; তুমি বলো, ছল কারো না, আমি কখনো তোমাদের কথা শুনব না; আমাকে আল্লাহ তাআলা তোমাদের অবস্থা সম্পর্কে অবহিত করে দিয়েছেনআর এখন তোমাদের কর্ম আল্লাহই দেখবেন এবং তাঁর রসূলতারপর তোমরা প্রত্যাবর্তিত হবে সেই গোপন ও আগোপন বিষয়ে অবগত সত্তার নিকটতিনিই তোমাদের বাতলে দেবেন যা তোমরা করছিলে

[9:95]

এখন তারা তোমার সামনে আল্লাহর কসম খাবে, যখন তুমি তাদের কাছে ফিরে যাবে, যেন তুমি তাদের ক্ষমা করে দাওসুতরাং তুমি তাদের ক্ষমা কর-নিঃসন্দেহে এরা অপবিত্র এবং তাদের কৃতকর্মের বদলা হিসাবে তাদের ঠিকানা হলো দোযখ

[9:96]

তারা তোমার সামনে কসম খাবে যাতে তুমি তাদের প্রতি রাযী হয়ে যাওঅতএব, তুমি যদি রাযী হয়ে যাও তাদের প্রতি তবু আল্লাহ তাআলা রাযী হবেন না, এ নাফরমান লোকদের প্রতি

[9:97]

বেদুইনরা কুফর ও মোনাফেকীতে অত্যন্ত কঠোর হয়ে থাকে এবং এরা সেসব নীতি-কানুন না শেখারই যোগ্য যা আল্লাহ তাআলা তাঁর রসূলের উপর নাযিল করেছেনবস্তুতঃ আল্লাহ সব কিছুই জানেন এবং তিনি অত্যন্ত কুশলী

[9:98]

আবার কোন কোন বেদুইন এমন ও রয়েছে যারা নিজেদের ব্যয় করাকে জরিমানাবলে গন্য করে এবং তোমার উপর কোন দুর্দিন আসে কিনা সে অপেক্ষায় থাকেতাদেরই উপর দুর্দিন আসুকআর আল্লাহ হচ্ছেন শ্রবণকারী, পরিজ্ঞাত

[9:99]

আর কোন কোন বেদুইন হল তারা, যারা ঈমান আনে আল্লাহর উপর, কেয়ামত দিনের উপর এবং নিজেদের ব্যয়কে আল্লাহর নৈকট্য এবং রসূলের দোয়া লাভের উপায় বলে গণ্য করেজেনো! তাই হল তাদের ক্ষেত্রে নৈকট্যআল্লাহ তাদেরকে নিজের রহমতের অন্তর্ভূক্ত করবেননিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, করুনাময়