[2:127]

স্মরণ কর, যখন ইব্রাহীম ও ইসমাঈল কাবাগৃহের ভিত্তি স্থাপন করছিলতারা দোয়া করেছিলঃ পরওয়ারদেগার! আমাদের থেকে কবুল করনিশ্চয়ই তুমি শ্রবণকারী, সর্বজ্ঞ

[2:128]

পরওয়ারদেগার! আমাদের উভয়কে তোমার আজ্ঞাবহ কর এবং আমাদের বংশধর থেকেও একটি অনুগত দল সৃষ্টি কর, আমাদের হজ্বের রীতিনীতি বলে দাও এবং আমাদের ক্ষমা করনিশ্চয় তুমি তওবা কবুলকারীদয়ালু

[2:129]

হে পরওয়ারদেগার! তাদের মধ্যে থেকেই তাদের নিকট একজন পয়গম্বর প্রেরণ করুণ যিনি তাদের কাছে তোমার আয়াতসমূহ তেলাওয়াত করবেন, তাদেরকে কিতাব ও হেকমত শিক্ষা দিবেনএবং তাদের পবিত্র করবেননিশ্চয় তুমিই পরাক্রমশালী হেকমতওয়ালা

[2:130]

ইব্রাহীমের ধর্ম থেকে কে মুখ ফেরায়? কিন্তু সে ব্যক্তি, যে নিজেকে বোকা প্রতিপন্ন করেনিশ্চয়ই আমি তাকে পৃথিবীতে মনোনীত করেছি এবং সে পরকালে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত

[2:131]

স্মরণ কর, যখন তাকে তার পালনকর্তা বললেনঃ অনুগত হও সে বললঃ আমি বিশ্বপালকের অনুগত হলাম

[2:132]

এরই ওছিয়ত করেছে ইব্রাহীম তার সন্তানদের এবং ইয়াকুবও যে, হে আমার সন্তানগণ, নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য এ ধর্মকে মনোনীত করেছেন কাজেই তোমরা মুসলমান না হয়ে কখনও মৃত্যুবরণ করো না

[2:133]

তোমরা কি উপস্থিত ছিলে, যখন ইয়াকুবের মৃত্যু নিকটবর্তী হয়? যখন সে সন্তানদের বললঃ আমার পর তোমরা কার এবাদত করবে? তারা বললো, আমরা তোমার পিতৃ-পুরুষ ইব্রাহীম, ইসমাঈল ও ইসহাকের উপাস্যের এবাদত করব তিনি একক উপাস্য

[2:134]

আমরা সবাই তাঁর আজ্ঞাবহতারা ছিল এক সম্প্রদায়-যারা গত হয়ে গেছেতারা যা করেছে, তা তাদেরই জন্যেতারা কি করত, সে সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে না