Al-Baqarah

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু

[2:1]

আলিফ লাম মীম

[2:2]

এ সেই কিতাব যাতে কোনই সন্দেহ নেইপথ প্রদর্শনকারী পরহেযগারদের জন্য,

[2:3]

যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে এবং নামায প্রতিষ্ঠা করেআর আমি তাদেরকে যে রুযী দান করেছি তা থেকে ব্যয় করে

[2:4]

এবং যারা বিশ্বাস স্থাপন করেছে সেসব বিষয়ের উপর যা কিছু তোমার প্রতি অবতীর্ণ হয়েছে এবং সেসব বিষয়ের উপর যা তোমার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছেআর আখেরাতকে যারা নিশ্চিত বলে বিশ্বাস করে

[2:5]

তারাই নিজেদের পালনকর্তার পক্ষ থেকে সুপথ প্রাপ্ত, আর তারাই যথার্থ সফলকাম