[6:82]

যারা ঈমান আনে এবং স্বীয় বিশ্বাসকে শেরেকীর সাথে মিশ্রিত করে না, তাদের জন্যেই শান্তি এবং তারাই সুপথগামী

[6:83]

এটি ছিল আমার যুক্তি, যা আমি ইব্রাহীমকে তাঁর সম্প্র?দায়ের বিপক্ষে প্রদান করেছিলামআমি যাকে ইচ্ছা মর্যাদায় সমুন্নত করি আপনার পালনকর্তা প্রজ্ঞাময়, মহাজ্ঞানী

[6:84]

আমি তাঁকে দান করেছি ইসহাক এবং এয়াকুবপ্রত্যেককেই আমি পথ প্রদর্শন করেছি এবং পূর্বে আমি নূহকে পথ প্রদর্শন করেছি-তাঁর সন্তানদের মধ্যে দাউদ, সোলায়মান, আইউব, ইউসুফ, মূসা ও হারুনকেএমনিভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি

[6:85]

আর ও যাকারিয়া, ইয়াহিয়া, ঈসা এবং ইলিয়াসকেতারা সবাই পুণ্যবানদের অন্তর্ভুক্ত ছিল

[6:86]

এবং ইসরাঈল, ইয়াসা, ইউনূস, লূতকে প্রত্যেককেই আমি সারা বিশ্বের উপর গৌরবাম্বিত করেছি

[6:87]

আর ও তাদের কিছু সংখ্যক পিতৃপুরুষ, সন্তান-সন্ততি ও ভ্রাতাদেরকে; আমি তাদেরকে মনোনীত করেছি এবং সরল পথ প্রদর্শন করেছি

[6:88]

এটি আল্লাহর হেদায়েতস্বীয় বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা, এপথে চালানযদি তারা শেরেকী করত, তবে তাদের কাজ কর্ম তাদের জন্যে ব্যর্থ হয়ে যেত

[6:89]

তাদেরকেই আমি গ্রন্থ, শরীয়ত ও নবুয়ত দান করেছিঅতএব, যদি এরা আপনার নবুয়ত অস্বীকার করে, তবে এর জন্যে এমন সম্প্রদায় নির্দিষ্ট করেছি, যারা এতে অবিশ্বাসী হবে না

[6:90]

এরা এমন ছিল, যাদেরকে আল্লাহ পথ প্রদর্শন করেছিলেন অতএব, আপনিও তাদের পথ অনুসরণ করুনআপনি বলে দিনঃ আমি তোমাদের কাছে এর জন্যে কোন পারিশ্রমিক চাই নাএটি সারা বিশ্বের জন্যে একটি উপদেশমাত্র

[6:91]

তারা আল্লাহকে যথার্থ মূল্যায়ন করতে পারেনি, যখন তারা বললঃ আল্লাহ কোন মানুষের প্রতি কোন কিছু অবতীর্ণ করেননিআপনি জিজ্ঞেস করুনঃ ঐ গ্রন্থ কে নাযিল করেছে, যা মূসা নিয়ে এসেছিল ? যা জ্যোতিবিশেষ এবং মানব মন্ডলীর জন্যে হোদায়েতস্বরূপ, যা তোমরা বিক্ষিপ্তপত্রে রেখে লোকদের জন্যে প্রকাশ করছ এবং বহুলাংশকে গোপন করছতোমাদেরকে এমন অনেক বিষয় শিক্ষা দেয়া হয়েছে, যা তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা জানতো নাআপনি বলে দিনঃ আল্লাহ নাযিল করেছেনঅতঃপর তাদেরকে তাদের ক্রীড়ামূলক বৃত্তিতে ব্যাপৃত থাকতে দিন